সমাজের আলো : ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখী রাশিয়ার সামরিক বহর গত ২৪ ঘণ্টায় আরো তিন মাইল (৫ কিলোমিটার) অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সাংবাদিকদের বলেছেন, উত্তর-পশ্চিম দিক দিয়ে কিয়েভের দিকে অগ্রসরমান রুশ সেনা বহরটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে আর মাত্র নয় মাইল (১৫ কিলোমিটার) দূরে রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, কিয়েভের উত্তর-পূর্ব দিক থেকে আরেকটি রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে আসছে এবং সেটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে রয়েছে।এর আগে, গতকাল বৃহস্পতিবার কিয়েভের মেয়র বলেছিলেন, রাজধানী শহরটিকে কার্যত একটি দুর্গে পরিণত করা হয়েছে এবং সশস্ত্র বেসামরিক নাগরিকরা এটির সতর্ক পাহারায় রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *