সমাজের আলো : বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহদী আল মাসুদ, কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র জিএম শফিউল আলম শফি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপাক্ষ্য আব্দুল মজিদ, কলারোয়া পৌর প্রেক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেস ক্লাবের সদস্য সরদার জিল্লুর, সাংবাদিক এসএম জাকির হোসেন, রাজু রায়হান, ভোক্তাদের মধ্যে বক্তব্য দেন-মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সুরক্ষিত করার লক্ষ্যে ও নিরাপদ খাদ্য, সেবা প্রাপ্তির আলোকে বক্তব্য দেন। তারা জাতি সংঘ স্বীকৃত মৌলিক অধিকার নিশ্চিত করণে গুরুত্ত¡রোপ করেন।

