কলারোয়া প্রতিনিধিঃ পিতা-মাতা, পুত্র ও পুত্রের স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে হাতের রগ কেটে হত্যা চেষ্টা মামলার আসামীরা প্রকাশ্যে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় মামলার বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মঙ্গলবার বিকালে এমনটির অভিযোগ করলেন মামলার বাদী মনজিলা খাতুন। মামলার বিবরণে ও উপজেলার ভাদিয়ালী গ্রামের আহত কৃষক বদরুজ্জামান জানান-গত ৮মার্চ রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার ফেন্সিডিল ব্যবসায়ী রাশিদুল ইসলামের নেতৃত্বে তোহিদুর জামান, কামাল হোসেন, আলাউদ্দীন, আল মামুন, শাহারুল ইসলাম, আসাদুল ইসলাম দলবদ্ধ হয়ে তার বসত বাড়ীর পুকুর পাড়ে বসে মাদক সেবন করা সহ বিভিন্ন প্রকার অনৈতিক কার্যকলাপ করতে থাকে। এসময় মাদক সেবনের প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দা ও বাশের লাঠি সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বদরুজ্জামানের বাড়ীতে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করে। গালি দিতে নিষেধ করাতে তারা দলব্ধ হয়ে হামলা করে। তাদের সন্ত্রাসী হামলায়-কৃষক বদরুজ্জামান (৩৫), তার পিতা-তবির উদ্দীন (৬৫), মা-রিজিয়া পারভীন (৫৫) ও বদরুজ্জামানের স্ত্রী মনজিলা খাতুন (২৮) গুরুত্বর জখম প্রাপ্ত হয়। সন্ত্রাসী রাশিদুল ইসলাম ধারালো দা দিয়ে কুপিয়ে বদরুজ্জামানের হাতের রগ কেটে দেয়। মৃত্যু ভেবে ফেলে রেখে যায় তাদের ৪জনকে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতরা কলারোয়া হাসপাতালের আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। এঘটনার পর দিন আহত মনজিলা খাতুন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ্য করে কলারোয়া থানায় হত্যা প্রচেষ্টা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলা হওয়ার পর থেকে মামলার বাদী ও পরিবারবর্গকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ফেন্সিডিল ব্যবসায়ী রাশিদুল ও তার দলবলরা। এবিষয়টি নিয়ে মামলার বাদী ও তার পরিবারবর্গের জীবনের নিরাপত্তার দাবী জানিয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *