সমাজের আলোঃ মাগুরা মহম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামে বিবাহ করতে এসে শ্রীঘরে গেলেন বরের দুলাভাই ও বিয়ের ঘটক।

বুধবার (২৪শে জুন) রাতে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনা স্থলে যেয়ে বিবাহ বন্ধ করে দেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিবাহ করতে আসা বরের বয়স ১৪ বছর ও কনের বয়স ১১ ছিল।

সাজাপ্রাপ্তরা হলেন বরের মামাতো দুলাভাই সবুজ লস্কর (৩৫) ও বিবাহ দেবার মধ্যস্থতাকারী ঘটক লাকু মিয়া (৪৮)। সবুজ লস্করকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ঘটক লাকু মিয়াকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডাদেশ প্রাপ্ত সবুজ লস্কর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের আজিজার লস্করের ছেলে ও ঘটক লাকু মিয়া একই ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত অছেদ মোল্যার ছেলে। আর বিবাহ করতে আসা বর আমির শেখ (১৪) বেথুলিয়া গ্রামের শফিক শেখের ছেলে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *