সমাজের আলো : পোল্ট্রি ব্যবসায়ী মাহাবুর রহমান ও তার বড় ভাই খায়ের মোড়ল বুধবার রাত ৯টার দিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলন্দকাটি প্রাইমারী স্কুলের সামনে পৌছালে রাস্তায় বাঁশ ফেলে ১০-১২ জন তাদের গতি রোধ করে। এ সময় তারা মাহবুর রহমান ও তার বড় ভাই খায়ের মোড়লকে এলোপাতাড়িভাবে মারধর করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে আসলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় শান্ত নামের এক যুবক মাঠের মধ্যে ছোট তালগাছের মাথায় উঠে বসে থাকে। এ সময় শান্ত এর মোবাইল ফোন বেজে উঠলে স্থানীয় লোকজন তাকে দেখতে পায়। তালগাছ থেকে তাকে নামিয়ে তাকে উত্তম মধ্যম দিলে সে অনেকের নাম বলে দেয়।
খবর পেয়ে খলিষখালী পুলিশ ক্যাম্পের এসআই নুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে দ্রুত পৌছে শান্তকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। শান্ত’র স্বীকারোক্তি অনুযায়ী যাদের নাম প্রকাশ করেছে তার মধ্যে পাকশিয়া গ্রামের মৃত তছিম উদ্দীন খার পুত্র ইউনুস খা, খলিষখালী গ্রামের মহিরউদ্দীন মোড়লের পুত্র মফিজুল মোড়ল, মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম কবিরাজের পুত্র বাবুল শেখসহ ১০-১২ জন রয়েছে।
