(জি. এম ফিরোজ উদ্দিন; মনিরামপুর, যশোর) : মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ফারুক আহাম্মেদ লিটন (দৈনিক ভোরের কাগজ/ভোরের কাগজ) সভাপতি এবং মোতাহার হোসেন দুষ্টু (দৈনিক যুগান্তর/সমাজের কথা) সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৭টি পদের অন্যান্য নব-নির্বাচিতরা হলেন সহ-সভপতি জি এম ফারুক আলম (দৈনিক যায়যায়দিন/প্রতিদিনের কথা/এফএনএস) ও ইলিয়াস হোসেন (ডেইলি বাংলাদেশ পোষ্ট), যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ সেলিম (দৈনিক ভোরের দর্পন/প্রজন্ম একাত্তর) ও প্রভাষক সঞ্জয় কুমার দে (দৈনিক মানবকন্ঠ/প্রজম্মের ভাবনা), সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক (দৈনিক সময়ের খবর), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক বাংলাদেশের খবর/গ্রামের কাগজ), অর্থ-সম্পাদক ডাঃ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ/সত্যপাঠ), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শফিয়ার রহমান (দৈনিক তথ্য), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক রবিউল ইসলাম (দৈনিক কালবেলা/সত্যপাঠ), প্রচার সম্পাদক হারুন অর রশিদ (দৈনিক নওয়াপাড়া) পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে ইউনুচ আলী (দৈনিক সমাজের কথা), বোরহান উদ্দীন জাকির (দৈনিক ইত্তেফাক), আবদুল মতিন (দৈনিক নয়াদিগন্ত/স্পন্দন), মোঃ মনিরুজ্জামান (দৈনিক পূর্বাঞ্চল) ও মাস্টার আনিছুর রহমান (দৈনিক যশোর) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. মোঃ মকবুল ইসলাম ও এ্যাড. বশির আহমেদ খান এবং সহযোগী হিসেবে দায়িত্বে ছিলেন প্রভাষক মামুন অর রশিদ জুয়েল।
উল্লেখ্য, মণিরামপুর প্রেসক্লাবে সভাপতি পদে ফারুক আহাম্মেদ লিটন তিনবার এবং সম্পাদক পদে মোতাহার হোসেন চারবার নির্বাচিত হন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *