সমাজের আলোঃ পাচারকালে সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোস্ট এলাকা থেকে এক ট্রাক সরকারি গম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ট্রাক ভর্তি গমগুলো জব্দ করা হয়।
গেছে, সরকারি এ গমগুলো জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম থেকে পাটকেলঘাটা থানা সদরের গোবিন্দ ফ্লাওয়ার মিলে নেয়া হচ্ছিল।সরকারি এ গমের ক্রেতা কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার আব্দুল্লাহর ছেলে ডিও ব্যবসায়ী শহিদুল ইসলাম, একই এলাকার বাবলু মাস্টার, আরশাদ আলী, খলিলুর রহমান খলিল, নুর, আব্দুল ও খালিদ হোসেন। এ সিন্ডিকেটটি বসন্তপুর খাদ্য গুদাম থেকে গম, ধান ও চাল ক্রয়-বিক্রয় করেন।পাটকেলঘাটা থানা সদরের গোবিন্দ ফ্লাওয়ার মিলের মালিক গোবিন্দ কুমার বলেন, আমি কালিগঞ্জের ব্যবসায়ী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ টন ৫০০ কেজি গম ক্রয় করেছি। প্রতি কেজি ২৩ টাকায়। এর মধ্যে একটি ট্রাক পুলিশ আটক করেছে।কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস জানান, (বৃহস্পতিবার) গুদাম থেকে ৪৫ টন ৫০০ কেজি সরকারি গম ডেলিভারি দেয়া হয়েছে। গমগুলো কাবিখা প্রকল্পের। কেউ সেগুলো কালোবাজারে নিয়ে গেল কিনা সেটি আমি জানি না। আমার গেটের বাইরে গেলে তার দায়িত্ব আমার নয়। আটকের ব্যাপারেও আমি কিছু জানি না।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, সরকারি গম পাচার হচ্ছে এমন সন্দেহে গম ভর্তি ট্রাকটি আটক করা হয়েছে।

