সমাজের আলো : সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ইউপি সদস্যের যোগসাজশে মিষ্টির দোকানে চাঁদাবাজি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগেছে, (২১ মার্চ) সোমবার সন্ধায় ফিংড়ী বাজারের নিউ ঘোষ ডেয়ারির মালিক রবিন ঘোষ, তন্নী হোটেলের মালিক তৈয়েবুর রহমান, আলিম হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক আব্দুল আলিম এবং বিপুল হোটেলের মালিক বিপুল ঘোষকে কৌশলে গ্রাম পুলিশ তরিকুল ইসলামের মাধ্যমে ইউনিয়ন পরিষদে আসতে বলেন ইউপি সদস্য মাহফুজ হোসেন। এসময় ইউপি সদস্য ব্যবসায়ীদের বলেন তোমাদের সাথে থানার তদন্ত ওসি কথা বলবে। এই বলে ইউপি সদস্যের ব্যবহৃত মোবাইল থেকে (০১৩২১-৬৮৯৯৯০) নাম্বারে ওসির সাথে ব্যবসায়ী রবিন ঘোষকে কথা বলিয়ে দেন। সাংবাদিকদের রবিণ ঘোষ জানান, ফোনের অপর প্রান্ত থেকে তাকে বলা হয়, সামনে রমজান মাসে সব মিষ্টির দোকান বন্ধ থাকবে। তবে যদি তুমি পাঁচ হাজার টাকা দিতে পারো তাহলে তোমার দোকানটি খোলা থাকবে। আর টাকা না দিলে দোকান বন্ধ করে দেবো। একই ভাবে প্রতারক ইউপি সদস্য মাহফুজ হোসেন, তন্নী হোটেলের মালিক তৈয়েবুর রহমান, আলিম হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক আব্দুল আলিম এবং বিপুল হোটেলের মালিক বিপুল ঘোষকে পরিষদে ডেকে উক্ত নাম্বরে কথা বলায় এবং বিকাশ যোগে টাকা পাঠাতে বলে।

এ ব্যাপারে সদর থানার ওসি গোলাম কবির বলেন- নাম্বারটি কোনো পুলিশের নয়, প্রতারক চক্রের হবে। এ ব্যাপারে হোটেল মালিকরা সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, চাঁদাবাজ চক্রের মুল হোতা ইউপি সদস্য মাহফুজ নিজেই। ইতি পূর্বে তার বিরুদ্ধে এহেন একাধিক অভিযোগ রয়েছে। তার চাঁদাবাজির কবল থেকে মুক্তি পেতে ও ব্যবসায়ীরা নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে মাহফুজ মেম্বরের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি টাকা বিকাশ করার কথা অস্বীকার করে বলেন, ঐ নাম্বরে আমি কথা বলিয়ে দিয়েছি একথা সত্য, কিন্তু আমি তাদেরকে টাকা দিতে বলিনি। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের কাছে অভিযোগ দিলে তিনি বিষয়টি আমলে না নিয়ে, ভূয়া বলে সকলকে হাকিয়ে দেন এবং সাংবাদিকদের ভিডিও চিত্র ধারনে বাঁধা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান তার পরিষদের ইউপি সদস্যের অপকর্মের কোন সমাধান না করায়, জনমনে বিষয়টি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *