সমাজের আলো : ফেসবুক লাইভে এসে আত্মহত্যা চেষ্টাকারী কলারোয়ার সাথী খাতুনকে সেফ কাস্টরতি রাখা হয়েছে। বাড়িতে থাকলে সে ফের আত্মহত্যা করতে পারে এমন আশাঙ্কায় পুলিশ এ পদক্ষেপ গ্রহন করেছে।
সাতক্ষীরা কলারোয়া থানার ইন্সপেক্টর নাছির উদ্দীন মৃধা জানান,গৃহবধু স্বাথী খাতুন দফায় দফায় আত্মহত্যা চেষ্টা করেছে। শেষে ফেসবুকে লাইভে এসে সে ঘুমের ওষুধ খায়। চিকিৎসা দিয়ে বর্তমানে কিছূটা সুস্থ আছেন। তার জীবন বিপন্ন হতে পারে। এ ছাড়া আবারও আত্মহত্যা করতে পারে পুলিশ এমনটিধারনা করছে। এ জন্য থাকে বাঘেরহাটে সেফহোমে রাখা হয়েছে।

