সমাজের আলো : দেবহাটার সখিপুর কেয়ামদ্দীন মহিলা কলেজের সামনে থেকে মোটরসাইকেল চুরি করার পর জনতার হাতে চোর আটক হয়েছে। সাতক্ষীরা দেবহাটার সখিপুর বাজার থেকে।
জানা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর কেয়ামদ্দীন মহিলা কলেজের সামনে থেকে মোটরসাইকেল চূরি করে নিয়ে যাওয়ার সময় পারুলিয়া নামক স্থানে পৌঁছালে জনগণের হাতে উক্ত চুরি যাওয়া মোটরসাইকেল সহ চোর ধরা পড়ে। মোটরসাইকেলের মালিক মোঃ মোশারফ হোসেন জানান, সখিপুর কেয়ামদ্দীন মহিলা কলেজের সামনে আমার একটা মুদির দোকান আছে। আমি প্রতিদিনের মত যথারীতি মোটরসাইকেল টি দোকানের পাশে রেখে দোকানদারি করছিলাম আমার স্ত্রী ও সেই সময় দোকানের বাইরে ছিল। আমাদের দুই জনের অগোচরে গাড়ির লক তালা ভেঙে গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় আমার স্ত্রীর নজরে পড়ে। তখন সে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করলে আমি দোকান থেকে বাইর এসে দেখি আমার গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই মুহূর্তে আমার মামাতো ভাই এসে তার ডিসকভার গাড়ি নিয়ে পিছু থেকে ধাওয়া করে পারুলিয়া নামক স্থানে চোর সহ মোটরসাইকেল টি আটক করে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোর এবং মোটরসাইকেল টি স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
