রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে দারগাং নদীতে মাছ ধরার সময় বনদস্যু বুলবুল বাহিনীর হাতে অপহৃত দুই জেলে মুক্তিপণ দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে। বুধবার ভোর ৫টার দিকে সুন্দরবনের হোগলডাঙ্গা নামক স্থানে জেলেদের ছেড়ে দেওয়ার পরে অন্য জেলেদের সহায়তায় দুপুর ১২টার দিকে জেলেরা বাড়িতে ফিরে আসে। এরআগে গত ১৯ জুলাই বুলবুল বাহিনী ৪ জেলেকে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ফিরে আসা জেলেরা হলেন-উপজেলার টেংরাখালী গ্রামের তোরাব সরদারের ছেলে জাকির হোসেন এবং পাশ্বেখালী গ্রামের গফুর গাজীর ছেলে এছাক গাজী। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালী গ্রামের আব্দুর রহমান জানান, ৬ দিন জিম্মি থাকার পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ওই দুই জেলে বাড়িতে ফিরে আসে।

