ফরহাদ আহমেদ, জীবননগর (চুয়াডাঙ্গা) :- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক জিয়াউর রহমান জিয়া(২৫) গত ৬দিন ধরে নিখোঁজ হযেছে। গ্রাম্য পশু চিকিৎসক জিয়াউর রহমান জিয়া গত ২২ মার্চ সকাল সাড়ে ছযটার দিকে বিভিন্ন গ্রামের কৃষকদের পশু চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে যান।
জীবননগর উপজেলার ধোপাখালী মাঠপাড়ার প্রান্তিক কৃষক মন্টু মন্ডল বলেন,আমার ছেলে জিয়াউর রহমান জিয়া প্রতিদিনের মত গত ২২ মার্চ সকাল সাড়ে ছয়টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে যায় বিভিন্ন গ্রামের কৃষকদের গরু-ছাগল চিকিৎসা দেয়ার জন্য। পরে আমার ছেলে জিয়া আর বাড়িতে ফিরে না আসায় আমরা ছেলেকে বিভিন্ন গ্রামে ও তার বন্ধু-বান্ধবদের বাড়িতেও খোঁজখবর নিয়ে কোন সন্ধান পাওয়া যাযনি। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে সংযোগ বন্ধ থাকায় কোন খবর জানা যায়নি। শেষ পর্যন্ত থানায় একটি ডাইরি করেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি ডাইরি করা হয়েছে। ডিউটি অফিসারকে দেশের সব থানায় ম্যাসেজ দিতে বলা হযেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে।

