ফরহাদ আহমেদ, জীবননগর(চুয়াডাঙ্গা):- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ দর্শনার মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে(৩৬) গ্রেফতার করেছেন। এ অভিযান শনিবার রাত সাড়ে দশটার দিকে সংঘটিত হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বেচাকেনা করার জন্য মীরপাড়া এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মীরপাড়ায় জনৈক ছাবের আলী চায়ের দোকানে সামনে অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে র্যাব সদস্যরা ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলা যদুপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,গ্রেফতারকৃত মফিজুল ইসলামকে র্যাব ক্যাম্প থানায় সোপর্দ করলে আমরা তাকে আদালতে সোপর্দ করি।

