সমাজের আলো : অভয়ারন্য অঞ্চলে মধু আহরণের সময় সাত মৌয়ালকে আটক করেছে, সুন্দরবন স্মাট প্যাট্টল টিমের সদস্যরা। সোমবার (২৮ মার্চ ) সকাল ৭টার দিকে স্মাট টিমের এফজি হারুনার রশিদের নেতৃত্বে সুন্দরবনে আঠারোবেকি নামক স্থান থেকে মৌয়ালদের আটক করা হয়।
আটক মৌয়ালরা হলো- সাাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামে আশরাফুল আলীর পুত্র অমিনুর রহমান(৩২), পশ্চিম কৈখালী গ্রামের মেহের উদ্দীন গাজীর পুত্র দিদারুল ইসলাম(৫২), আরশাদ সরদারের পুত্র আনোয়ার সরদার (৪২), শেফা বাউলিয়ার পুত্র আঙ্গর আলী(৩০), বৈশখালী গ্রামের সোহরাব আলীর পুত্র আসলাম ফারুক (৫৫), মৃত খয়রাত গাজীর পুত্র মজিবর রহমান (৫২) এবং জয়াখালী গ্রামের আঃ মজিদের পুত্র ইসমাইল হোসেন (৩৪)।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

