সমাজের আলো: উপজেলার সদরের উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, মিল বাজার, ইটাগাছা, সুলতানপুর এবং ঝাউডাঙ্গার ০৯ টি বাসা লকডাউন করা হয়েছে। বাসাগুলোতে বসবাসরত ৯ জন ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়
সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম করোনা প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর স্বার্থে এই লকডাউন কার্যকর করেন। লকডাউনকালে আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একইসাথে, এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

