সমাজের আলো : মোটরসাইকেলে বসে বন্দুক হাতে এলোপাতাড়ি গুলি ছুড়ছে এক ব্যক্তি। ভীত-সন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটছেন সবাই। মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য। তবে বাস্তবেই এমন ঘটনা ঘটল ইসরাইলে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) ইসরাইলের তেল আবিব শহরে প্রথমে অ্যাপার্টমেন্টের বারান্দা, তারপর পথচারী এবং গাড়ির যাত্রীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী। ইসরাইলের টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। খবর বিবিসির।পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেল আবিব শহরে বন্ধুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।ঘটনার বিবরণ দিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, খুবই খারাপ পরিস্থিতির সাক্ষী হয়েছি। পুলিশের একটি মোটরসাইকেল দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। তার পাশে থাকা এক পুলিশ সদস্যকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

