সমাজের আলো : ভারতীয় গলদার রেনুপোনা আটকের সময় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার জেলার দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে এ ঘটনা। চোরাকারবারি বিজিবির একটি জিপে আগুন দেয়। বিজিবি সদস্যরা এ সময় দুই রাউন্ড গুলি চালায়।
একটি দায়িত্বশীল সুত্র বলছে দেবহাটার কুলিয়া চোরাচালানের বড় বাজার।কুলিয়ায় ভারতীয় গলদার রেনুর বড় হাট। বিপুল পরিমান ভারতীয় গলদা ও বাগদার রেনু ভারত থেকে এ বাজারে নিয়ে আসা হয়।বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে বিপুল পরিমান ভারতীয় রেনু কুলিয়া বাজারে নিয়ে আসা হয়েছে। শুক্রবার ভোরে বিজিবি সদস্যরা ভারতীয় রেনু আটক করে। এ সময় চোরাকারবারিরা এক হয়ে বিজিবি উপর হামলা চালিয়ে রেনু ছিনতাই করে নেই। হামলার সময় বিজিবি সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়।চোরাকারবারিরা বিজিবির একটি জীপে আগুন দেয়। বিজিবির হামলায় একজন আহত হয়েছে বলে জানাগেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ জানান,বিজিবি হাতে আটক ভারতীয় রেনু ছিনতাই করে নেয় চোরাকারবারিরা। তারা বিজিবির উপর হামলা চালায়। ইটপাটকেল ছোড়ে।সাতক্ষীরা দেবহাটা থানার ওসি ওবাইদুর রহমান বলেন পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করেন।

