সমাজের আলো : মায়ের কাছ থেকে পাওয়া টাকা চুরির অপবাদ সইতে না পেরে হাসনা হেনা নামের ১২ বছরের এক শিশু আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার সকাল আটটার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘরে থাকা কীটনাশক পান করার পরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খানপুর গ্রামের মো: হয়রত আলীর শিশু কন্যা হাসনা হেনা বাদঘাটা গ্রামের খাদিজুল কোবরা মহিলা মাদ্রাসায় হাফেজী বিভাগে লেখাপড়া করে।
শিশুটির পিতা হযরত আলী জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার অল্প কিছু টাকা হারিয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তার স্ত্রী ছোট মেয়ে হাসনা হেনাকে দোষারোপ করলে মনোকষ্টে ঘরে থাকা কীটনাশক পান করে সে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডা: সোহেলী আফরোজা জানান, দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে হাসপাতালে নেয়ার কারনে তারা ওয়অশসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। পরবর্তী ৭২ ঘন্টা তাকে পর্যবেক্ষনে রাখবেন বলেও তিনি জানান

