রাহাদ খান,নিজস্ব প্রতিবেদক :-মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তালার মারুফা খাতুনকে সংবর্ধনা দিয়েছে “প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার” সদস্যরা।

দারিদ্র্য আটকাতে পারেনি মৎস্যজীবী পরিবারের মেয়ে মারুফা খাতুনকে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।

নিজের স্বপ্নের বিষয়ে মারুফা বলেন, ‘আমি একজন ভালো ডাক্তার হতে চাই, গরিব মানুষকে সেবা করতে চাই। ভালো মানুষ হওয়া আমার স্বপ্ন।’

কন্যার এ অর্জনে পিতা মাতাসহ গোটা এলাকাবাসী আজ আনন্দে আত্মহারা। তারা মেধাবী শিক্ষার্থী মারুফা খাতুনের ভবিষ্যত উজ্জ্বল হোক এই কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

তার এ সাফল্য উদযাপনের লক্ষ্যে শনিবার দুপুরে সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা তন্বী, যুগ্ম-সাধারণ সম্পাদক মৌটুসী চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক রাহাতুল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম আব্দুর রউফ হোসাইন সহ বন্ধুসভার সদস্যরা তার নিজ বাড়িতে গিয়ে প্রাণবন্ত পরিবেশে এলাকার কয়েকশত মানুষের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী মারুফা খাতুনকে ফুলেল সংবর্ধনা প্রদান করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *