সমাজের আলো ঃ নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে শেখ আলাউদ্দিন নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ উপজেলার গোলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আলাউদ্দিন (৪০), উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত শেখ শাহামতের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাড়িতে ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন আলাউদ্দীন। কাজ করার সময় ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যান তিনি। এগুরুত্বর আহত অবস্থায় আলাউদ্দীনকে উদ্ধারকরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

