সমাজের আলোঃ দি ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এপেক্স ক্লাব অব বাংলাদেশ) এর সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টার সময় যশোরের মুজিব সড়কে অবস্থিত অভিজাত জয়তী সোসাইটি অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে।
যশোর ০৬ এর ডিস্ট্রিক গভর্নর এপেকসিয়ান এডভোকেট সাইয়েদ রুহুল কুদ্দুস কচির সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট এপেকসিয়ান রুহুল মইন চৌধূরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন শিকদার, এক্সটেনশন ডিরেক্টর নাসিম আহমেদ, এপেকসিয়ান ড. হাসান আলী, এপেকসিয়ান আরমান চৌধূরী, নব গঠিত কমিটিতে এপেক্স ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন এপেকসিয়ান অতুল কুমার ঘোষ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়াউল হক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাজাদা তৈমুর, সেক্রেটারী নাজমুল হুসাইন, ট্রেজারার মোঃ ইব্রাহীম হোসেন, আইপিপি আপন, সার্ভিস ডিরেক্টর এস কে শুভ, মেম্বারশীপ এন্ড এটেন্ডেস ডিরেক্টর আবু সাইদ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর মহররম হোসাইন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর মুরাদ আহমেদ, সার্জেন এট আর্মস মোঃ নুরুল হদা ফুল।
উক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ডিস্ট্রক ০৬ যশোর এর গর্ভনর এড. রুহুল কুদ্দুস কচি। অনুষ্ঠানটি স্পন্সর করেন রজনী গন্ধা ক্লাবের কর্ণধর আক্তার জাহান ঝর্ণ।সার্বিক সহযোগিতায় ছিলেন কবিরুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অব যশোর।

