সমাজের আলো : বেতনা নদীর দুই ধারে উচ্ছেদ অভিযান নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কলারোয়া থেকে ঝাউডাঙ্গা বাজারের দুই ধারে উচ্ছেদ করা হচেছ। নদীর জায়গা নির্ধারন করে অভিযান পরিচালনা করা হচেছ। কলারোয়া ঝাউডাঙ্গা বাজারে ছোট ছোট গরীবের ঘর ভেঙ্গে ফেলা হচ্ছে। ভাঙ্গার সাথে জড়িতরা লাখ লাখ হাতিয়ে নিচ্ছে। দরদামে ঠিক হলে ঘর রাখা হচ্ছে। দরদামে কম হলে ঘর থাকছে না। ঝাউডাঙ্গা বাজারে ঘর রাখার নামে কয়েক লাখ টাকা চাঁদা তুলা হয়েছে।

