যশোর প্রতিনিধি : যশোরে পারিবারিক কলহের জেরে ষষ্টিতলায় এক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে, অভিযোগ করা হচ্ছে পুলিশ স্ত্রীর অভিযোগ আমলে মামলা নিলেও স্বামীর অভিযোগ আমলে নেয়া হয়নি। এছাড়া ওই মামলায় স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের হাত রয়েছে বলেও গুঞ্জন উঠেছে বিভিন্ন মহলে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন সভাপতি শহিদুল ইসলাম মিলন। অন্যদিকে পুলিশ সুষ্ট তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত নয়টার পর হঠাৎ ষষ্টিতলার রবিউল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত সুমনের বাড়িতে হট্টগোল শুরু হয়। এসময় ইয়াসিনের স্ত্রী নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে তহমিনা খাতুনের সাথে বাকবিতন্ডা হতে থাকে। এরমধ্যে ২০/২৫ জন আকস্মিক ভাবে ঘটনাস্থলে হাজির হন। এরপরেই ঘটনাস্থলে হাজির হন জেলা আওয়ামীলীগের সভাপতি নিজে। প্রথমেই ইয়াসিন ও ইয়াসিনের বাবাকে মারপিট করে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুই পক্ষকে থানায় নিয়ে যায়। রাত ১০টার পর থানায় নিয়ে কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আ ফ ম মনিরুজ্জামান দুই পক্ষের সাথে বসে দুই পক্ষের অভিযোগ শোনেন।
উপস্থিত ইয়াসিন ও তার পরিবার দাবি করেন, তহমিনা অবাধ্য ছিলেন। তিনি নিজের ইচ্ছায় চলা ফেরা করতেন। বিভিন্ন সময় ইয়াসিনের সাথে খারাপ আচরণ করতেন। তহমিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ১৮ এপ্রিল তহমিনাকে ডিভোর্স দেয় ইয়াসিন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে তহমিনা। তহমিনা পুনরায় ইয়াসিনকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। এমনকি বিয়ে না করলে খুন জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত ২১ এপ্রিল রাত নয়টার পর তহমিনা সহ তার বাবা আবুল হোসেন, ভাই মনির, বাবু, বোন আফিয়া খাতুন ইয়াসিনের বাড়িতে আসে। তহমিনাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। রাজি না হওয়ায় তহমিনা তার নানা সভাপতি মিলনকে ডাকে। এরপর ইয়াসিন ও ইয়াসিনের বাবাকে মারপিট করে জখম করে।
অপরদিকে, তাহমিনার পরিবার দাবি করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এরমাঝে ২০২০ সালের ২০ মে ইয়াসিন আরাফাতকে দেড় লাখ টাকা দেয়া হয়। দ্বিতীয় দফায় ২০২১ সালের পহেলা জুন আরও ৫০ হাজার টাকা ও চার ভরি গহনা দেন। তারপরেও ইয়াসিন নির্যাতন অব্যাহত রাখেন। সর্বশেষ গত ২১ এপ্রিল রাত সাড়ে আটটায় ইয়াসিন তহমিনাকে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা তহমিনাকে মারপিট করে জখম করে। শেষমেষ গলাটিপে শ^াসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এসে তহমিনাকে উদ্ধার করে।
