সমাজের আলো : মাদকদ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ অভিযানে গাঁজা, দেশী তৈরী মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ মাদক ব্যাবসায়ীকে পুলিশ আটক করেছে। বৃহষ্পতিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নের্তৃত্বে উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন, বইনবাড়িয়া ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান ও সহকরী উপ-পুলিশ পরিদর্শক পলাশ এ অভিযানে অংশ নেয়। এ সময় রাড়ুলী ইউনিয়নের কাটি পাড়া গ্রামের আকাত মোড়ল (৫০) ৫ লিটার চোলাই মদ এবং ৭০ লিটার মদ তৈরীর সরঞ্জম, একই এলাকা থেকে তালা থানার মুড়াগাছা গ্রামের আবু হুরাইরা (২৯) ৫ লিটার দেশি তৈরী মদ, পৌরসভার ৫ নং ওয়ার্ডের ইকরামুল ইসলাম (২৬) ৫০ গ্রাম গাঁজা, গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের রুবেল জোয়াদ্দার(৩৪) ও একই ইউনিয়নের শান্তা গ্রামের মোস্তফা শেখ(৩৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পাইকাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মাদকদ্রব্য বিশেষ অভিযানে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদের প্রত্যেককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

