পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা মির্জাপুর বিলে ঘের মালিক কেশবপুর উপজেলার মধু আহম্মেদের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকার শত শত জমির মালিক। শনিবার সকাল ১০ টায় মিজাপুর বিলে মিজাপুর, ভবানীপুর,বারাত ওকাজীডাঙ্গা এলাকার কৃষকরা মানব বন্ধন কনেছে। মানব বন্ধনে তারা দাবি করেন ঘেরমালিকের ডিডের মেয়াদ শেষ হয়েছে ৩০ চৈত্র, মেয়াদ শেষ হলেও তিনি ঘের ছাড়তে চায় না। গত ১০/১৫ দিন পূর্বে এলাকাবাসি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে উভয়পক্ষকের শুনানীয়ান্তে ঘের মালিক মধু উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান সহ ৫ জন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ঘেরের সকল মালামাল সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান তিনি। এদিকে তিনি আবারও ঘের করার পরিকল্পনা করছেন এমন অভিযোগে এলাকাবাসি মানব বন্ধনে মিলিত হন। মানব বন্ধনে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জমির মালিক আশীষ ঘোষ, নুর আলী সরদার, দীনেশ সরকার,বিশ্বজিৎ ঘোষ । এ সময় চেয়ারম্যান তার বক্তব্যে বলেন স্থানীয় ৫ গ্রামের ৫ শত জন কৃষকের ১৮ শত বিঘা জমি এর মধ্যে ৪ শত কৃষকের দাবি তারা আর ঘের করতে চায় না। কপোতাক্ষ নদ খননে এলাকার বিলে এখন সোনার ফসল ফলে। তার পরও তিনি জোর করে সাধারন মানুষের অধিকার কেড়ে নিতে চায়। তিনি।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

