সমাজের আলো : সাতক্ষীরা তালা উপজেলার ত্রিশমাইলে অবস্থিত মিজান হোটেলের বিরুদ্ধে পঁচা দুর্গন্ধ যুক্ত মিষ্টি বিক্রির অভিযোগ পাওয়া গেছে ।সরজমিনে গিয়ে দেখা যায়, নোংরা অপরিস্কার স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি করা হচ্ছে তার এই মিষ্টি। আগে থেকে তৈরি করা মিষ্টি গুলো দীর্ঘ দিন ধরে অবিক্রি অবস্থায় পড়ে থাকার কারণে তা পচে দুর্গন্ধে পরিনত হয়ে গেছে। ক্রেতারা তার দোকানে মিষ্টি কিনতে আসলে হোটেল মালিক মিজান টাটকা মিষ্টির সাথে কৌশালে পঁচা দুর্গন্ধ যুক্ত মিষ্টি ও ওজন করে প্যাকেট করে দিচ্ছে।
পবিত্র মাহে রমজান মাসে ও এভাবে ক্রেতাদের ঠকাচ্ছে এই মিজান । তার হোটেল থেকে মিষ্টি কিনে প্রতারিত হয়েছে এমন একজন ব্যক্তি হলেন জাকির হোসেন। তিনি বলেন, আমি আমার বোনের বাড়ি যাওয়ার সময় এই মিজান হোটেল থেকে এক কেজি মিষ্টি ক্রয় করি ।সেই মিষ্টি নিয়ে বোনের বাসায় যায়। বোনের বাড়ি যাওয়ার পর মিষ্টির প্যাকেট হাতে নিয়ে তার ছেলে মেয়েদের মিষ্টি খেতে দেওয়ার উদ্দেশ্যে প্যাকেট খুলতেই দূগন্ধ ছুটতে থাকে। আমি তখন মিষ্টি হাতে নিয়ে দেখি আমার কেনা এক কেজি মিষ্টির মধ্যে অধিকাংশই পঁচা। বাধ্য হয়ে টাকা দিয়ে কিনে আনা মিষ্টি গুলো ফেলে দিতে হলো । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির আছে এই মিজান হোটেলের বিরুদ্ধে পঁচা দুর্গন্ধ যুক্ত মিষ্টি বিক্রির অভিযোগ । তাই এই হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

