আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মোদাচ্ছেরুল হক হুদা আর নেই। আজ বেলা ৩টার দিকে সাতক্ষীরা সিবি হসপিটালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহি রেখে গেছেন।
তার পারিবারিক সূত্র জানায়, আজ (২৮ জুন) রোববার সকালে তিনি অসুস্থ্য অনুভব করলে বেলা ১২টার দিকে তাকে সিবি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম হুদা সাতক্ষীরা সদরের ৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *