সাতক্ষীরা প্রতিনিধি : এক কলেজ ছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে কলেজ ছাত্র তন্মময়ের পিতা আজিজুর রহমান বাদি হয়ে ৫ জনকে আসামি করে এ মামলা করেন।
অভিযোগ উঠেছে ঘটনার দিন রবিবার সন্ধায় থানায় মামলা দেওয়া হয়। কিন্ত মামলা রেকর্ড করা হয় সোমবার দুপুরে। পুলিশ মামলা নিতে দেরি করেছে।
এদিকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি জানান, তালা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অকিবকে বহিস্কার করা হয়েছে।
নির্যাতনে শিকার তন্ময়ের পিতা আজিজুর রহমান বলেন নির্যাতন চালানো হলো তার ছেলের উপর তালা উপজেলা সদরের সরকারি কলেজের ভিতরে। থানা পুলিশকে জানানো হলো। ঘটনার দিন রবিবার সন্ধায় মামলা দেওয়া হলো। পুলিশ মামলা নিলো সোমবার দুপুরে। হামলাকারিদের গ্রেপ্তার করলো না পুলিশ।
তালা থানার ইন্সপেক্টর আবুল কালাম জানান, ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

