নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়।সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা অভিযান চালিয়ে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর দুদকের টিম তদন্ত করছে।এর অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, ‘কোনও বিষয়ে অসঙ্গতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি।’এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়ে দুদকের একটি টিম দুপুরে অফিসে এসেছিল। তারা কিছু বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র নিয়ে গেছেন।’এদিকে দুদক ‘র অফিসিয়াল পেজে উল্লেখ করেছেন, জেলা পরিষদ, খুলনা-এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দরপত্র ছাড়াই জেলা পরিষদ ভবন ইজারা নিয়ে বাণিজ্যিক পাখি পালন ও খেয়াঘাট ইজারা না দিয়ে টোল আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযাগে দুদক, সজেকা, খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায় ও মো: আল-আমীনের নেতৃত্বে সোমবার ( ২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান জেলা পরিষদের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় স্বপরিবারে বসবাস করেন।
সিইও আরো জানান, জেলা পরিষদের আওতায় থাকা খেয়াঘাট বিধি মেনে ইজারা দেওয়া হয়। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের সত্যতা রয়েছে এবং ৯টি ডাকবাংলো মেরামতের কাজ করা হয়েছে।
সরেজমিনে রূপসা এলাকায় গিয়ে দেখা যায়, এক হাজার আসনের অডিটোরিয়ামের নির্মান কাজ চলছে। সিইও জানান, জরুরী ভিত্তিতে কিছু কাজ টেন্ডার ছাড়াই করা হয়েছে।
পত্রিকার বিষয়ে তিনি জানান, পূর্বের ধারাবাহিকতায় তিনি উক্ত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা পরিষদ হতে পত্রিকা প্রকাশের কোন আইনী ভিত্তি আছে কিনা এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। সুরক্ষা সামগ্রী ক্রয়, অডিটোরিয়াম টেন্ডার, ডাকবাংলো মেরামত, খেয়াঘাটের ইজারা এবং প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহবুবুর রহমানের পাখি পালন এবং সরকারী ভবনে বসবাস সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্রই অভিযান প্রসঙ্গে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

