যশোর অফিস : যশোরে বার্মিজ চাকু, ফেনসিডিল, ইয়াবা ও মোটরসাইকেলসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এই ব্যাপারে পুলিশ আটক চারজনসহ ৬জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে। পুলিশ দাবি করেছেন, শহরের ছিনতাইকারী চক্রের হোতা ও একাধিক মামলার আসামি গোল্ডেন সাব্বিরসহ আরো দুইজন পালিয়ে চলে গেছে।
আটককৃতরা হলো, শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়া ওরফে মেজোর ছেলে আকাশ, নীলগঞ্জ সাহাপাড়ার সাইদুল গাজীর ছেলে বিদুল গাজী, রুস্তুম গাজীর ছেলে আব্দুল্লাহ হোসেন জয় ও বারান্দী মোল্যাপাড়া আমতলার ইউনুস আলী শান্তির ছেলে শুকুর আলী। পুলিশ জানিয়েছে, আটক আকাশের বিরুদ্ধে দুইটি হত্যা, একটি অস্ত্র ও একটি মারামারি মামলা রয়েছে। আর শুকুর আলীর বিরুদ্ধে দুইটি মাদকের মামলা ও একটি জিডি রয়েছে। এছাড়া আব্দুল্লাহ হোসেন জয়ের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলঅ রয়েছে।
পলাতক আসামিরা হলেন, শংকরপুর বটতলা মসজিদ এলঅকার মেসিয়ার খোকনের ছেলে গোল্ডেন সাব্বির ও বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাপ্পি।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারের আজিম স-মিলের সামনে অভিযান চালায়। এসময় ওই চারজনকে আটক করা হয়। এসময় চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বির ও বাপ্পি পালিয়ে যায়। এসময় আটককৃতদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা, একটি বার্মিজ চাকু ও দুইটি নম্বর বিহীন এ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *