সমাজের আলো : বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ধান বীজ বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার,উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ।
ধান বীজ বিতরণ শেষে ভূতুর্কি দিয়ে কৃষক খলিলুর রহমান বাবুকে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

