সমাজের আলো : বিদায়ী সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে গাছ উপহার দেওয়া হয়েছে। গাছের পাঠশালা ও সমাজের আলোর পক্ষ থেকে গাছ উপহার দেওয়া হয়। আজ সকাল নয়টার দিকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় দশটি গাছ। ফলজ, বিলপ্ত প্রজাতির ও শোভাবর্ধন গাছ উপহার দেওয়া হয়। গাছ উপহার দেন সাংবাদিক ইয়ারব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এড, বদিউজ্জামান ও সাংবাদিক মাসুদ রানা মিঠু।

