সমাজের আলোঃ একজন বীর মুক্তিযোদ্ধা দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত হয়েছেন। সোমবার সাতক্ষীরা সদর উপজেলার মাধপকাঠি বাজারে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে ।
সদর উপজেলার মাধপকাঠি বাজারে বাজার কমিটি নিয়ে তিন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।এ নিয়ে সোমবার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানকে লাঞ্ছিত করেন দূবৃর্তরা .।
মুক্তিযুদ্ধা খলিলুর রহমান জানান তাকে এলাকার কয়েকজন জামাত শিবিরের সমর্থক লাঞ্ছিত করেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।
