সমাজের আলো : সাতক্ষীরার পাটকেলঘাটায় তরুণী তামান্না খাতুন ও তার বর্তমান স্বামীর গায়ে পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মে) ভোররাতে পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রাম থেকে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।শেখ তুহিন হোসেন (২৪) পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে। আগুন দেওয়া সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আটক করেছে। সেখানে পুলিশের তদারকিতে চিকিৎসা চলছে তার।

