সমাজের আলোঃ করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে রাজধানীর গ্রীনরোড, পান্থপথ ইউনিহেলথ্ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকের নির্যাতনেই শিশু নাদিয়া ইসলাম (১ বছর বয়স) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৫ জুন) শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুটির মামা পুলিশ সদস্য মোঃ কামাল হোসেন বলেন, গত ২০ জুন শিশু নাদিয়ার নাক ও চোখের পাতার উপরে দুইটি বিষফোঁড়া ওঠে এবং ব্যাথার কারণে শরীরে জ¦র আসে। তখন নাদিয়ার বাবা-মা ২১ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শরীরে জ্বর থাকায় করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার ২২ জুন ঢাকায় নিয়ে যাওয়ার পরমর্শদেন। তখন শিশু নাদিয়াকে নিয়ে তার বাবা-মা ২৪ জুন ঢাকা গ্রীনরোড, পান্থপথ ইউনিহেলথ্ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানের ডাক্তার দেখান। ডাক্তার দেখে নাদিয়াকে আইসিউতে ভর্তি করার কথা বলে ছোট এক রুমের মধ্যে রেখে ছোট একটা খাটের উপর চিৎকরে শোয়াইয়ে মুখে মাক্স লাগিয়ে তার দুই হাত লাইলনের রশি দিয়ে খাটের সাথে বেঁধে দুইদিন ফেলে রেখেদেয় এবং এই ওই দুইদিন তার বাবা-মাকে দেখা করতে দেয় নাই এবং এর মধ্যে নিঃশস বন্ধ হয়ে নাদিয়া মারা যায়। ২৫ জুন সকালে হাসপাতালের ডাক্তার জানাই নাদিয়া মারা গেছে তখন মৃত্যুর সময়ও দেখা যায় নাদিয়ার হাত-পা খাটের সাথে বাঁধা। দুই দিনের আইসিইউর টাকা পরিশোধ না করিলে নাদিয়ার মরদেহ দিবে না বলে হাসপাতালের ম্যানেজার মোঃ মনির হোসেন হুমকী প্রদান করে। তখন দুই দিনের বিল ৬৬ হাজার টাকা নিয়ে নাদিয়ার মরাদেহ ফেরৎ দেয় এবং মেডিকেল রিপোর্টে দেখা যায় নাদিয়ার কোন করোনা ভাইরাস হয় নাই।
শিশু নাদিয়া হলো নোয়াখালী জেলার চরজব্বার থানার চররশি গ্রামের মোঃ নাসির উদ্দিনের মেয়ে।
নাদিয়ার বাবা জানান আমার মেয়ের কোন করোনা ভাইরাস ছিলো না, তারা টাকার জন্য আমার শিশু বাচ্চাটিকে বেঁধে ফেলে রেখেছে। ডাক্তার বেঁধে না রেখে সঠিক চিকিৎসা দিলে আমার শিশু বাচ্চাটির মৃত্যু হতো না, নাদিয়ার বাবা
