সমাজের আলো : চুরি সময় আটক হয়েছে এক চোর। শনিবার রাতে কলারোয়া বাজারে নৈশ প্রহরীর হাতে আটক হয় চোর।
চোরের নাম সহরাফ হোসসেন। , সে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের মো: আব্দুল আজিজ ছেলে।ইলিশপুর। শনিবার গভীর রাথে কলারোয়া বামন খালী বাজারে ধানের আড়ৎএর তালা ভেঙ্গে চুরি করার সময় তাকে আটক করা হয়।

