সমাজের আলো : গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা ষষ্ঠ শ্রেণির দু’ছাত্রকে অফিসে ডেকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিমের বিরুদ্ধে।

সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আহত এক ছাত্রকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে। প্রধান শিক্ষককে বাঁচাতে থানার মধ্যে ঢুকে সভাপতি ইউপি সদস্য মনিরুল ইসলাম নির্যাতিত এক ছাত্রের অভিভাবকের হাত থেকে অভিযোগপত্র কেড়ে নিয়ে মোটরসাইকেলে তুলে এনে বিদ্যালয়ে শালিসে বসেন।

তালতলা গ্রামের বাহারুল ইসলামের ছেলে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হোসেন জানান, একই গ্রামের সাব্বির হোসেনসহ তারা পাঁচজন সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের গ্রীল ধরে দাঁড়িয়ে ছিলো। এ সময় পিওন সাজু এসে তাদেরকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়া মাত্র প্রধান শিক্ষক মো: রেজাউল করিম তাকে ও সাব্বিরকে কিল, চড় ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে তাদেরকে ৪০ বার করে কান ধরে উঠবস করতে হয়। এরপরও তাকে দ্বিতীয় দফায় আবারো মারপিট করা হয়। খবর পেয়ে তার বাবা এসে ৯৯৯ নাইনে পুলিশের সহায়তা চেয়েও না পাওয়ায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাব্বিরকে তার বাবা এসে উদ্ধার করে।মাগুরা গ্রামের বাবুর ছেলে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন জানায়, জাহিদের সঙ্গে তাকেও মারপিট করা হয়েছে। তবে নিজের ত্রুটির জন্য প্রধান শিক্ষক তার ও তার বাবার কাছে ক্ষমা চেয়েছেন।

জাহিদ হোসেনের বাবা বাহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ছেলেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যান তিনি। পরে থানার সামনে আবু সাঈদের কম্পিউটারের দোকান থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লিখে তিনি কর্তব্যরত অফিসারের কাছে জমা দেওয়ার আগেই ইউপি সদস্য মনিরুল ইসলাম সেটি কেড়ে নিয়ে তাকে মোটরসাইকেলে তুলে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে নিয়ে এসে শালিসি বৈঠকে বসেন। বেশি বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না বলে তিনি হুমকি দেন। বিকেল চারটা পর্যন্ত শালিস চলছিল।
তালতলা এলাকার মুজিবর রহমান, সাহেব আলীসহ কয়েকজন জানান, দুই ছাত্রকে মারপিটের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুপুর একটার দিকে প্রধান শিক্ষকের অফিসকক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলকহ শাস্তির দাবিতে অবরুদ্ধ করে রাখে। তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সেখানে কোন পুলিশ যায়নি। তবে মনিরুল মেম্বর ও মিন্টু প্রধান শিক্ষককে তার অফিস থেকে বের করে মামলা বন্ধে থানার দিকে রওনা দেন।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *