নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ৪গ্রামের ৬০০পরিবােের এক মাত্র মহাশ্মশানটি ভেঙ্গে দিয়ে ওই স্থানে মাটি রাখা হয়েছে। এতে করে কলারোয়া পৌরসভার মুরারীকাটি, ঝিকরা, গোপিনাথপুর ও কলারোয়া বাজার এলাকার ৪টি গ্রামের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী মহা বিপাকের মধ্যে রয়েছে। এই ৪ গ্রামের কোন মানুষ এই মহুতেই মারা গেলে তাদের শবদাহ কার্য করতে বিপাকে পড়বেন তারা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা জানান-মহাশ্মশানটি বৃটিশ শাসনমলে হিন্দু জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যবধি কলারোয়া পৌরসভার ৪টি গ্রামের প্রায় ৬০০টি হিন্দু পরিবার শবদাহ করে আসছে। এই মধ্যে উচ্ছেদ করার জন্য অনেক ষড়যন্ত্র চলে আসছে। বেত্রাবতী নদী খননের পূর্বে পুরাতন স্থাপত্যের একটি ভবন, প্রাচীর, গেট, চিতাসহ কয়েকটি বৃক্ষ এই পূণ্যভুমিতে শোভা বর্ধণ করছিলো। কিন্তু কিছু ব্যক্তির কু-পরামশ্যে নদী খননের সময় ড্রেজার মেশিন দিয়ে প্রাচীর-গেট ভেঙ্গে দেয়া হয়। একই সাথে সমগ্র শ্মশান ক্ষেত্রটির উপর পাহারসম মাটি ফেলার ফলে শ্মশানের কোন চিহৃ নেই। এদিকে উপজেলা উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ অধিকারী চান্দু, পৌর শ্মশান কমিটির সাধারণ সম্পাদক নরেন্দ্র কুমার ঘোষ, ক্যাশিয়ার স্বপন চৌধুরী, উপদেষ্ঠা মাস্টার প্রদীপ পাল, চন্ডি চরণ পাল, স্বপন, উজ্জল মূখার্জী, কানাই লাল কুন্ডু, রাম প্রসাদ নন্দী, আশিষ পৌদ্দার, নির্মল মন্ডল প্রতিবাদ জানিয়ে বলেন-সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী যাহাতে নির্বিঘেœ শবদাহ কার্য সম্পন্ন করতে পারে তার জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি কামনা করেছেন। এদিকে উপজেলার ৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী শ্মশান সংস্কার ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন। পৌর শ্মশান কমিটির সাধারণ সম্পাদক নরেন্দ্র কুমার ঘোষ বলেন-তাদের শ্মশানের নামে ওই স্থানে ১৪শতক রেকর্ডিও জমি আছে। অনেক বার সকারী ভাবে বরাদ্ধও পেয়েছেন তারা।

