কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় চিংড়ির রোগ বালাই ও তার প্রতিকার বিষয় নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জুন) সকালে পৌর সভার হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা তৌফিক হাসান, ক্ষেত্র সহকারী তরিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ। উপজেলার হেলাতলা ও যুগিখালীর ২০জন চিংড়ি চাষী ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। সিনিয়র উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল বলেন-পুকুর বা ঘেরের চিংড়ির অস্বাভাবিক আচরণ দেখা দিলেই বুঝতে হবে চিংড়ি রোগের আক্রান্ত হয়েছে। মাটির প্রকৃতি, পানির তাপমাত্রা, লবণাক্ততা, অক্সিজেন, পিএইচ ইত্যাদির সমষ্ঠিগত বৈশিষ্ঠ্যের এক বা একাধিক গুণাবলী খারাপ হলে চিংড়ি দুর্বল ও রোগাক্রান্ত হয়। ঘেরের তলদেশের পচাঁ কাদা মাটি তুলে ফেলুন। চুন সার দিয়ে জমি প্রত্তুত করতে হবে। অন্য রোগাক্রান্ত খামারের বজ্য পারন যাতে ঘেরে প্রবেশ করতে না পারে সেদিকে সতক দৃষ্টি রাখতে হবে। পুকুর বা ঘেরের চিংড়ির অস্বাভাবিক আচরণ দেখলেই বুঝতে হবে রোগাক্রান্ত হয়েছে। বেশি পরিমাণে পোনা মজুদ, অতিরিক্ত খাদ্য ও সার প্রয়োগ, কম গভীরতা, উচ্চতাপ, হঠাৎ করে লবণাক্ত কম-বেশি হওয়া ইত্যাদি অসহনীয় পরিবেশের কারণেই এসব রোগের প্রদুর্ভাব হয়। তাই জেনে নিন এসব রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায়। চিংড়ি মাছের রোগের লক্ষণ-চিংড়ি পুকুরের পাড়ের কাছে বিচ্ছিন্ন ও অলস অবস্থায় ঘোরা-ফেরা করলে,খাদ্য গ্রহণ কমিয়ে দিলে বা একেবারে বন্ধ করলে, খাদ্যনালী শূন্য থাকলে,ফুলকায় কালো বা হলদে দাগ পড়লে বা অস্বাভাবিক রং দেখা দিলে। চিংড়ি মাছের ফুলকায় পচন ধরলে। মাছের পেশী সাদা বা হলদে হয়ে গেলে। চিংড়ির ‘খোলস’ নরম হয়ে গেলে। হাত-পা বা মাথার উপাঙ্গ ও গেতে পচন ধরলে। চিংড়ির খোলস এবং মাথায় সাদা সাদা দাগ হলে। চিংড়ি হঠাৎ বা ধীরে ধীরে মারা গেলে। প্রতিরোধের উপায়-চিংড়ি ঘেরের আকার ছোট করুন। ঘেরে আলাদা নার্সারির ব্যবস্থা করুন। পোনা মজুদ একর প্রতি ৩-৪ হাজারের মধ্যে রাখুন। ঘেরভুক্ত আলাদা নার্সারিতে চিংড়ি পোনা ২-৩ সপ্তাহ প্রতিপালন করুন। প্রতিপালনের পর চাষের ঘেরে নালা কেটে বের করে দিন। প্রস্তুত করার সময়ে পরিমিত চুন (শতাংশে ১ কেজি) প্রয়োগ করুন। চাষের সময় পানি বদলের পর প্রতি শতাংশে ৫০-১০০ গ্রাম কার্বনেট চুন দিয়ে শোধন করুন। ঘেরের পানির গভীরতা কমপক্ষে ৩-৪ ফুট রাখুন। ১৫ দিন বা একমাস অন্তর অন্তর ঘেরের বর্জ্যপানি বের করে নতুর পানি দিন। রাক্ষুসে মাছ, কাঁকড়া ও অন্যান্য চিংড়িভুক প্রাণি নিয়ন্ত্রণ করুন। খামার জলজ আগাছামুক্ত রাখুন। বাঁশের কঞ্চি, গাছের শুকনা ডালপালা দিয়ে আশ্রয় করে দিন। কোনো সমস্যা দেখলে নিকটস্থ মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করুন।

