আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জজ কোর্ট সহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩০ জুন পর্যন্ত ২৯ কার্যদিবসে ৩৯৯টি মামলায় ৫২৮ আসামীর জামিন মঞ্জুর করা হয়েছে।
এসময়ের মধ্যে ৮৮৮টি মামলার আবেদন জমা হলেও ৮৪২টি মামলায় শুনানী গ্রহন করা হয়। দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারকার্য পরিচালনার লক্ষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানীর মাধ্যমে এসব মামলায় আদেশ প্রদান করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১১ মে হতে দেশের উচ্চ এবং নিন্ম আদালত সমূহে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানীর মাধ্যমে জামিন শুনানী অনুষ্ঠিত হলেও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ওই সময় ভর্চুয়াল কোর্ট না করার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় সমিতি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
যার ফলে ১৭ মে হতে সাতক্ষীরায় ভার্চুয়াল শুনানীর মাধ্যমে শুরু হয় আদালতের কার্যক্রম।
করোনা আতঙ্কের মধ্যে ২/৩ মাস জেল হাজতে থাকা আসামী ও তাদের পরিবার পরিজন এসময় আশায় বুক বাঁধতে শুরু করে।
এসময় জেলা কারাগারে থাকা ধারণ ক্ষমাতার ২/৩ গুন বেশি আসামী আস্তে আস্তে কমতে শুরু করে। এমনিভাবে গত ২৯টি কার্যদিবসে জামিনপ্রাপ্ত হয় ৫২৮ জন আসামী।
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত সহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু আদালত এবং সিনিয়র স্পেশাল জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ২৯ কার্যদিবসে মোট ৩৬৭টি মামলায় শুনানী গ্রহন করেন। এ সময় আইনজীবীগন ৩৯১টি মামলায় আবেদন করেন। যার মধ্যে ১৯৪টি মামলায় ২৩৮ জন আসামীর জামিন আবেদন মঞ্জুর করা হয়।
অপরদিকে বেশ কিছুদিন যাবৎ সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারক পোস্টিং না থাকার কারনে ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গত ১৭ মে হতে ২৮ মে পর্যন্ত ৭টি মামলায় ভার্চুয়াল শুনানী গ্রহন করেন। পরবর্তীতে গত ৩১ মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে এস, এম নূরুল ইসলাম বিচারক হিসেবে যোগদানের পর থেকে ৩০ জুন পর্যন্ত তিনি ১০টি মামলায় ভার্চুয়াল শুনানী গ্রহন করেন। এছাড়া সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং যুগ্ম-জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালত সহ সকল সহকারী জজ আদালতেও বেশ কিছু মামলায় ভার্চুয়াল শুনানী গ্রহন করেন বিচারকগন।
অপরদিকে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন জেলার সর্বোচ্চ সরকারী ভবন হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিতি পেলেও এখনকার সর্বোচ্চ পদে অর্থাৎ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যিনি অত্যান্ত নিষ্ঠার সাথে সকল সহকর্মীদের নিয়ে দায়িত্ব পালন করে চলেছেন তিনি হচ্ছেন, মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও রয়েছেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ানুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবারক মুনিম। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুকি নিয়ে সাতক্ষীরার বিচারাঙ্গনে বিচারপ্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে ভার্চুয়াল শুনানী করে চলেছেন।
সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অধীনস্থ সকল আদালতে গত ২৯ কার্যদিবসে আইনজীবীগন ৪৯৭ টি মামলায় আবেদন করলেও ৪৭৫ টি মামলায় শুনানী গ্রহন করেন আদালত। এর মধ্যে ২০৫ টি মামলায় ২৯০ জন আসামী জামিন প্রাপ্ত হন। এছাড়া সকল আদালতে রিমান্ড ও জিম্মার আবেদন সহ বিভিন্ন মামলায় ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন, ভিকটিমের ২২ ধারায় জবাবন্দি গ্রহন, মেডিকেল সনদ তলব সহ চেকের মামলায় ফাইলিং গ্রহন করা হয়।

