তালা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় ৪শ’২০গ্রাম গাঁজাসহ আনিছুর রহমানকে (৪৫) আটক করেছে খুলনা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (৩ এপিবিএন) । বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনিছুর অভয়তলা গ্রামের মৃতঃ সামছুর রহমান মোল্লার ছেলে।
খুলনা ৩এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, আনিছুর রহমান দীর্ঘদিন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল। পুলিশ পরিদর্শক বাবুল আক্তারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভয়তলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনিছুর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় হস্থান্তর করা হয়।
পাটকেলাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *