ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান ভৈরব নদীর পুণ:খননকৃত মাটি একটি মহল কর্তৃক নানা কৌশলে লুটপাটের ঘটনায় নদীর আশেপাশে বিক্ষুব্ধ কৃষকেরা প্রতিবাদে রাজপথে নেমেছেন। ইতিমধ্যেই ভৈরব নদীর কোল ঘেঁষে বসবাসরত কেডিকে ইউনিয়ন ও বাঁকা ইউনিয়নবাসির পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। এদিকে শুক্রবার বিকালে বাঁকা জোড়া ব্রিজের নিকটে বাঁকা ও কেডিকে ইউনিয়নের কয়েক’শ কৃষক ভৈরব নদী খননের মাটি লুটপাটের বিরুদ্ধে যৌথ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত কৃষকরা তাদের বক্তব্যে বলেন, এলাকার ঐতিহ্য ভৈরব নদী খননের শুরু থেকেই নদী খননের মাটি যা নদীর পাড় সংরক্ষণের রক্ষা কবচ হিসাবে ব্যবহার হবে। সেই একটি প্রভাবশালী মহল ক্ষমতার দাপটে কেটে নিয়ে তা এলাকার বিভিন্ন ইটভাটায় দেদারছে বিক্রি করে আসছে। শুক্রবার বিকালে বাঁকা প্রতাপপুরে জোড়া ব্রিজের নিকট অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসেম সরকার,আজিজুল, নুর ইসলাম,মোয়াজ্জেম, মহাসিন, খোরশেদ আলম ও সাত্তার মেম্বার,
এ ব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন,মানববন্ধনের কথা শুনেছি। তবে মাটি কাটা তো বর্তমানে বন্ধ আছে।

