সমাজের আলো : ৬০০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যাবসায়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষীন পাথরঘাটা গ্রামের আছাদের বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ এক মহিলা আটক করে।আটক মহিলা আছাদের স্ত্রী।
ঝাউডাঙ্গাএলাকার মাদকের ডিলার আছাদ। আছাদের স্ত্রী। আছাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আছাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ২০বছর ধরে আছাদ মাদক ব্যাবসা করে আসছে। আছাদ সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের রওশন আলীর ছেলে।এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এস আই বিজন কুমার আটকের ঘটনা নিশ্চিত করেছেন।

