ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):আর ক’দিন পরেই পবিত্র ঈদুল আযহা। মুসলিম ধর্মের মানুষের দরজায় সেই কড়া নাড়ছে। আর আর যতই দিন ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠেছে কামার সম্প্রদায়। ঈদকে সামনে রেখে উপজেলা বিভিন্ন কামারশালায় দিন রাত ধরে চলছে টুংটাং শব্দ। কামার সম্প্রদায় নাওয়া-খাওয়া বাদ দিয়ে কোরবানির মাংস প্রস্তুতের প্রয়োজনীয় উপরকণ তৈরীতে দিনরাত ধরে কাজ করে যাচ্ছে। তাদের এ কাজে তাদের বাড়ীর গৃহিনীরাও সহযোগীতা দিয়ে যাচ্ছে। উপজেলার সুটিয়া ও বকুন্ডিয়া সর্ব বৃহত কামার পল্লী টুংটাং শব্দে রীতিমত মুখরিত হয়ে উঠেছে। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজ্হা।
তাইতো মুসলমান সম্প্রদায় প্রতি বছর আল্লাহ্কে রাজি-খুশি করতে ঈদুল আজহায় গবাদি-পশু কোরবানি করে থাকেন। আর সেই কোরবানির মাংস প্রস্ততের জন্য প্রয়োজন হয় বিশেষ উপকরণ,দা,বটি, ছুরি, চাপাতি সহ ইত্যাদি। ঈদের বাকী আর মাত্র কয়েক দিন। উপজেলায় কামার সম্প্রদায় প্রায় বিলুপ্তির পথে তারপরও উপজেলার কয়েকটি গ্রামে থাকা কামারদের প্রতি বছর কোরবানি ঈদে একটু কদর বেড়ে যায়। ইতিমধ্যিই বেড়ে গেছে উপজেলার বিভিন্ন গ্রামে থাকা কামারদের ব্যস্ততা। ব্যস্ততা আর কদরে তারা এখন রীতিমত একাকার হয়ে পড়েছেন। যেন একটু কথা বলারও ফুসরত নেই তাদের। একদিকে হাপরের অগ্নি শিখা অন্যদিকে হাতুরির টুংটাং শব্দে তৈরী হচ্ছে গবাধি-পশু জবাই করার নানা সরঞ্জাম। আসন্ন ঈদকে ঘিরে স্থানীয় কামারের পাশাপাশি বিভিন্ন হাট-বাজারে চোখে পড়ছে অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কামারের দোকান।
উপজেলার বকুন্ডিয়া গ্রামের কামার(কারিগর) শ্যাম কুমার এবং সুটিয়া গ্রামের কামার(কারিগর) সুশান্ত কুমার বিভিন্ন ভাষায় বলেন,কোরবানি ঈদের আর কয়েক দিন বাকী। বেচাকেনাও বেশ জমে উঠেছে। আর দিন যতই যাচ্ছে ততই আমাদের ব্যস্ততা আর বিক্রি বাড়ছে। বাকী ক’টা দিন আমাদের নাওয়া-খাওয়া থাকবে না তবে তাদের অভিযোগ বর্তমান দ্রব্যমুল্যের বাজারে কামার শিল্পের অন্যতম উপকরন লোহা,কয়লা ও কাঠের মুল্য আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশী হওয়ায় দা,বটি,কুড়াল,চাপাতি ইত্যাদি উপকরণ তৈরীতে খরচও বেশী হচ্ছে। অন্যদিকে বর্তমান আধুনিক যুগে মেশিনে তৈরী অনেক উপকরণ হার্ডওয়ার দোকানে কিনতে পাওয়া যাচ্ছে। ফলে সব উপকরণ আর আগের মত ক্রেতারা তাদের নিকট কিনতে যান না। বর্তমানে উপজেলার বিভিন্ন বাজারে বড় আকারের ছুঁরি দা ৮০০-১০০০ টাকা,চাপাতি ৫০০-৮০০ টাকা এবং ছোট ছুরি,দা,বটি ইত্যাদি নানা উপকরন ২০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলার বকুন্ডিয়া ও সুটিয়া গ্রামের কামাররা তাদের তৈরী দা,বটি,ছুরি ও চাপাতি বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। জীবননগর পৌর শহরের ইসলামপুর গ্রামের কামার গোবিন্দ কুমার ও শান্তি জানান,সারা বছর কাজে আমরা ব্যস্ত না থাকলেও কোরবানি ঈদ আসলে ব্যস্ততা একটু বেড়ে যায়। মানুষ এসময়ে সারা বছরের কাজ একবারে করতে ভিড় জমায়। অন্য বছরের তুলনায় নতুন উপকরণের দাম একটু বেশী। আবার পুরাতন উপকরন শান কিংবা ধার দিতেও খরচ বেশী পড়ছে। এর জন্য বর্তমান দ্রব্যমুল্যের বাজার দায়ী। সামনের কয়েকটা দিন গেলে তারপর আবার একই ভাবে হাত গুটিয়ে বসে থাকতে হবে।

