এসএম শহীদুল ইসলাম: সাতক্ষীরায় একমাসে ৫টি হত্যাকান্ড, ৩টি আত্মহত্যা, ৪টি মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় ৬জন ও অন্যান্য দুর্ঘটনায় আরও ৮জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এছাড়া গণধর্ষণের ঘটনা ঘটেছে একটি। ১ থেকে ৩০ জুনের মধ্যে এসব ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত ৯ জুন যৌতুকের দাবিতে সাতক্ষীরার অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ওইদিন দুপুর আড়াইটার দিকে দিকে পুলিশ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের নাম শাহীনা রাসুল হাসি (২০)। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাসুদুর রহমান হাসানের স্ত্রী ও একই উপজেলার চাঁচাই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহতের মা ফাতেমা খাতুন বাদি হয়ে জামাতা মাসুদুর রহমান হাসান, নিহতের ননদ স্কুল শিক্ষিকা মুর্শিদা খানম ও নিহতের শাশুড়ি মনোয়ারা খাতুনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের স্বামী মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।কালিগঞ্জ থানার পুলিশ জানায়, কলেজ ছাত্রী শাহীনা রাসুল হাসিকে হত্যার অভিযোগে তার মা ফতেমা খাতুন বাদি হয়ে নিহতের স্বামী, ননদ ও শাশুড়িকে আসামী করে ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় শুক্রবার থানায় মামলা (১৪নং) দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে গত ১২ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের হামলায় আনছার আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত কৃষক আনছার আলী (৬৮) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত এছেম আলী সরদারের ছেলে। গ্রেপ্তার জুয়েল হোসেন স্থানীয় ইউপি সদস্য হোসেন আলীর ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। যার মামলা নং-২৮, তাং ১১ জুন। ঘটনার পর থেকে ইউপি সদস্য হোসেন আলী, তার ছেলে রুবেল হোসেন ও জুলু হোসেন পলাতক রয়েছেন।এদিকে, ২১ জুন সাতক্ষীরার দেবহাটায় স্বামীকে ডিভোর্স দেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাই। দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে ও পেশায় একজন কৃষক। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। গত ২২ জুন সাতক্ষীরার দেবহাটায় বউমা মিতা পারভীনের ধাক্কায় শাশুড়ি মর্জিনা খাতুন (৬৪) নিহত হন। নিহত মর্জিনা খাতুন দেবীশহর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। অভিযুক্ত মিতা পারভীন (২৫) নিহত মর্জিনা খাতুনের ছোট ছেলে হাসান কারিকরের স্ত্রী। ২৯ জুন কলারোয়ায় পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করে তাড়া খেয়ে পালাতে গিয়ে নিজাম উদ্দীন (৪৫) নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। ব্যবসায়ি নিজাম উদ্দীনের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪জনকে আটক করেছে। মৃত প্রেমিক নিজাম উদ্দীন (৪৫) কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতার গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে। তিনি কাজিরহাট বাজারের বিকাশের এজেন্ট ও মুদি ব্যবসায়ী। আটকরা হলেন-দুবাই প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী কথিত পরকিয়া প্রেমিকা তহমিনা বেগম (৩৮), তার পুত্র সুমন (২১), তাদের প্রতিবেশী প্রবাসীর চাচাতো ভাই আব্দুল মাজেদ (৫০) ও মাজেদের ছেলে মোমিনুল ইসলাম (২০)। মৃত নিজাম উদ্দীনের ছেলে গোলাম রসুলের দাবি, রাতে দোকান থেকে তার বাবা বাড়ি ফিরছিলেন। তার কাছে টাকা ছিল। টাকাগুলো কেড়ে নেওয়ার জন্য বাবাকে মারপিট করে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে বিকাশের এজেন্ট নিজাম উদ্দীন ও দুবাই প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী তহমিনার মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল।
জুন মাসে সাতক্ষীরায় পৃথক ঘটনায় তিনজন আত্মহত্যা করেছেন। সূত্রমতে, ৮ জুন পাটকেলঘাটা পাকশিয়া গ্রামের কনিকা (৪৫) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এদিকে ১১ জুন আশাশুনির বড়দলে আফসানা খাতুন (১০) নামের ৪র্থ শ্রেণির শিশু ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে মধ্যম বড়দল গ্রামের আছানুর গাজীর কন্যা। ১৭ জুন শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে জয়তুন বিবি (২১) নামের এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহত গৃহবধু একই এলাকার আবুল কালামের স্ত্রী। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।এদিকে চলতি সালের জুন মাসে সাতক্ষীরায় পৃথক স্থান থেকে পুলিশ ৪টি মরদেহ উদ্ধার করে। সূত্রমতে, ৪জুন শ্যামনগর উপজেলার বনবিবিতলা গ্রাম থেকে মাসুম বিল্লাহ (২২) নামের এক তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাসুম বিল্লাহ একই গ্রামের সাইফুল ইসলাম মোড়লের একমাত্র পুত্র।
এদিকে, ৯ জুন জেলার আশাশুনি উপজেলার দরগাহপুরের শ্রীধরপুরের একটি খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। শ্রীধরপুর গ্রামের ধেপুয়ার খালের পানিতে একটি শপিং ব্যাগের ভেতর লাশটিকে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। এরপর এসআই হাবিব খাল থেকে লাশটিকে উদ্ধার করেন।
এদিকে, ১৭ জুন শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে আবদুল হালিম (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার কলবাড়ী এলাকার নদী থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। সে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের সোলেমান গাজীর ছেলে। ২৯ জুন নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর মাদার নদীর চর থেকে কেরামত আলী নামের এক মাছধরা জেলের মরদেহ উদ্ধার হয়। এরআগে গত ২৮ জুন সকালে মাছ শিকারের জন্য নদীতে ফেলা বড়শি আটকে যাওয়ার পর তা ছাড়াতে গিয়ে ডুব দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কেয়ামত আলী শ্যামনগর উপজেলার মহেশখালী গ্রামের মৃত মুনসুর গাজীর ছেলে।
জুন মাসে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় ৬জন নিহত হয়েছেন।

