যশোর অফিস : যশোরে এক কিশোরীকে (১৫) অপহরণের অভিযোগের ঘটনার ১০দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। এই ঘটনায় হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। হাবিবুর শহরের বারান্দীপাড়া বৌ বাজার এলাকার বাসিন্দা।
ওই কিশোরীর দাদা কোতোয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, প্রায় সময় উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতো হাবিবুর। কিন্তু তার পুতিœ রাজি না হওয়ায় তাকে অপহরণ করে বিয়ে করবে বলে হুমকি দেয়। গত ২৭ জুন তার পুতিœ নানা বাড়ি থেকে তার বাড়িতে ফিরছিল। সে সময় পালবাড়ি ভাষ্কর্যের মোড়ে পৌছালে আসামি হাবিবুর তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়।
কোতয়ালি থানার এসআই অনুপম রায় জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। একই সাথে আসামি হাবিবুরকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *