সমাজের আলোঃ ফ্লেক্সিলোডের ২৪ টাকা কেন্দ্র করে দিলীপ কুমার (১৯) নামক এক ছেলেকে নৃশংসভাবে দা দিয়ে কুপিছে একই গ্রামের মারুফ হোসেন (২৫) । ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আড়পাংগাসিয়া গ্রামে। ৪ জুলাই বিকালে বীরসিংহ গ্রামের খতিব মোল্লার ছেলে মারুফ বিল্লাহ ২৪ টাকা ফ্লেক্সিলোড দিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, বার বার টাকা চাওয়ায় বিরক্ত হয়ে দা দিয়ে কোপালো, আড়পাংগাসিয়া গ্রামের সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে দিলীপ কুমার মন্ডল’কে । স্থানীয় দোকানদার’রা টের দিলীপ কুমার মন্ডল’কে উদ্ধার করে । এলাকাবাসী জানায় দিলীপ কুমার মন্ডলের গায়ে কয়েকটি থেঁতলানো কোপের চিহ্ন রয়েছে। এর উপযুক্ত বিহিত না হলে আগামীতে মারুফ বিল্লাহ মাডার ও করে ফেলতে পারে। এ ব্যাপারে মারুফ বিল্লাহ’র সাথে কথা বলার জন্য বারবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।
