সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজার মসজিদ সংলগ্ন সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ম হুমকি দিয়েছে কথিত ঐ ভূমি দস্যুরা।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) কলা হয়েছে ।যার নং-১৮০ সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি দখলবাজীর স্বর্গরাজ্যে পরিণত হওয়া কলারোয়া উপজেলার প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখে টোয়া বাজার সংলগ্ন সরকারি (খাস) জমিতে নিয়ম বহির্ভূত অবৈধ স্থাপনা নির্মাণ করছিলো স্থানীয় মোঃ মহসিন আলী (৪৫) ও মোঃ মিজানুর রহমান (৫৫) ।
দখলের ঘটনাটি সাংবাদিক শফিকুর রহমান বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তাকে জানান। এ নিয়ে স্থানীয়,জাতীয় ও একাধিক অনলাইন সংবাদ মাধ্যম প্রকাশ করেন।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি তাৎক্ষণিক ভাবে ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে ঐ অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধ করেন।
৪ জুলাই শনিবার আনুমানিক রাত ০৯.৩০ টার দিকে সাংবাদিক শফিকুর রহমানের পিতা ৫ নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আনিছুর রহমান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যেদি ক্রয় করতে ঐ বাজারের আব্দুস সোবহানের মুদি দোকানে গেলে স্থানীয় বালিয়াডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি ও স্থানীয় রমজান আলীর পুত্র মোঃ আলী হোসেন নেতৃত্বে ও ঐ বাজারের আনসার ক্লাবের পশ্চিম পাশের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণকারী সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কারী -মোঃ মহসিন আলী,মোঃ মিজানুর রহমান,জাহাঙ্গীর, সাহিনুর রহমান সহ স্থানীয় ১০ – ১৫ জনের সংঘবদ্ধ একটি দল সাংবাদিক শফিকুরের পিতাকে ঘিরে ধরে । কেন তিনি ঐ অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন ,তার কৈফিয়ত চায়। তারা সাংবাদিককে প্রাননাশের হুমকি দেয়।
