সমাজের আলো : পাটকেলঘাটায় নারী সহ কৃষকলীগ নেতাকে আটক করেছে জনতা। মঙ্গলবার দুপুরে তাকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বস্তি এলাকার ওয়াব শেখের বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত নেতা হলেন দাদপুর গ্রামের শেখ হাফিজুর রহমান(৪০) ও কুমিরা ইউনিয়ন কৃষকলীগ ভারপ্রাপ্ত সভাপতি।
স্থানীয় বাসীন্দা করিম শেখ, আলামিন সরদার, শেখ নাজমুল হাসান মিঠু, জাহিদ হাসান চঞ্চল সহ অনেকে জানায়,মঙ্গলবার বার দুপুরে কুমিরা বস্তি এলকার সবুজ পল্লীর ওহাব সরদারের ঘর থেকে আপত্তিকর অবস্তার নারী সহ আটক করে জনতা। ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ করেন তারা।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই কৃষকলীগ নেতা শেখ হাফিজুর রহমানের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেনি। তালা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাধু জানান,বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে দেখছি। নারী সহ যদি কেউ ধরে থাকে ছাড়ল কেন। তাদের উচিত ছিল পুলিশকে জানানো । যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া বলে জানান তিনি ।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, ঘটনাটি আমার জানা নেই তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।


