সমাজের আলো : রাজধানীর গাবতলীতে সোনা ডাকাতির ঘটনায় জড়িত পুলিশের এএসআই জাহিদুল ইসলামের চারজন সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। তারা হলেন- মো. সোহেল আহম্মেদ পল্লব, মো. পলাশ শেখ, মো. মাসুদ রানা ও রবিন হাওলাদার পরেশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠন হওয়া ২০ ভরি সোনার গহনা ও সোনা বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাজধানীর সদরঘাট ও মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত রোববার সকালে রাজধানীর তাঁতীবাজারের ধানসিঁড়ি চেইন এবং বল হাউজ থেকে ৩৮ ভরি ১৪ আনা সোনার গহনা নিয়ে টিটু প্রধানীয়া টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে গাবতলী বাস টার্মিনালে ডিবি পুলিশ পরিচয়ধারী ডাকাতদের কবলে পড়ে সোনা খোয়ান। এ ঘটনায় দারুস সালাম থানায় তিনি মামলা করেন। ওই মামলায় ঢাকা মহানগর পুলিশের রূপনগর থানায় এএসআই জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
গতকাল রাজধানীর মিন্টো রোডে এসব বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এএসআই জাহিদুলের বিরুদ্ধে প্রাথমিকভাবে ডাকাতিতে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেয় না, নেবেও না। ভুক্তভোগী টিটু প্রধানীয়া রাজধানীর কোতোয়ালি থানার তাঁতী বাজারের ধানসিঁড়ি চেইন অ্যান্ড বল হাউজ নামক সোনার দোকানের একজন কর্মচারী। সে সোনার দোকানে তৈরি করা গহনা নিয়ে দেশের বিভিন্ন জুয়েলারি দোকানে ডেলিভারি দেন।
গত ১৭ই জুলাই রোববার সকাল সাড়ে ৬টার দিকে টিটু প্রধানীয়া সোনার গহনা নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেলযোগে রওয়ানা হন। মোটরসাইকেলে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে তিনি টাঙ্গাইলের বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তার কাছে এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার নাম-ঠিকানা ও পেশা সম্পর্কে জিজ্ঞাসা করেন। ভুক্তভোগী নাম-ঠিকানা বলার পর আসামি ব্যাগের মধ্যে কী আছে জানতে চায়।
অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়ার কারণে ভুক্তভোগী টিটু আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যাগে ৩৮ ভরি ১৪ আনা সোনার তৈরি বল চেইন, চেইন, ঝুমকা, বল ঝুমকা, লকেট, আংটি ও ব্রেসলেট আছে বলে জানান। তিনি বিশেষ কায়দায় মোড়ানো দুটি প্যাকেটে করে খাকি রঙের একটি স্কুল ব্যাগের মধ্যে ভরে সোনা নিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর আরও অজ্ঞাতনামা ৪/৫ জন লোক এসে সেখানে যোগ দেয় দলে। তারা ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ভুক্তভোগী টিটুর কাছ থাকা সোনার ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভুক্তভোগীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল ৫৬-৬৪৩৮) বসিয়ে গাবতলী বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে কিছুক্ষণ আটকে রাখার পর একটি সিএনজিতে উঠিয়ে বিজয় সরণি মোড়ে ট্রাফিক সিগন্যালে সিএনজি থামলে ভুক্তভোগীকে রেখে অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীর পথরোধ করে জোরপূর্বক তার জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে স্বীকার করেছে।
এ ঘটনার সঙ্গে রূপনগর থানার এএসআই জাহিদের সম্পৃক্ততা নিয়ে ডিবি প্রধান হারুন বলেন, আইন সবার জন্য সমান। আইনের ঊর্ধ্বে কেউ নন। দুই লাখের ওপরে পুলিশ বাহিনী। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেয়নি ও নেবে না। যদি ডাকাতিতে কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তাহলে তার শাস্তি সে পাবে। ওই পুলিশ সদস্য এরআগে এমন কোনো কাজ করেছে কিনা সেটাও খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি।

